এম এ আউয়াল: সেনবাগের ছিলোনীয়া বাজারে মেসার্স হারুন ট্রেডার্সে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান । মঙ্গল বার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে দোকান হারুন অর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। প্রতিষ্ঠানটিতে গ্যাস সিলিন্ডার,অকটেন, পেট্রোল, হার্ডওয়ার সামগ্রী ছিলো। অগ্নিকান্ডে ৬/৭ টি গ্যাস সিলিন্ডার ভাস্ট হবার সাথে সাথে আগুন দাউ দাউ করে পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে।
প্রচন্ড শব্দে বাজারের ব্যবসায়ী সহ স্হানীয় কয়েকহাজার লোকজন আগুন নেভাতে দ্বিগবেদিক ছোটাছুটি করে। আগুনের লেলিহান শিখায় স্হানীয়রা ব্যর্থ হন। পরিস্হিতি নিয়ন্ত্রণে আনতে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে রেকি দিয়ে শৃংখলা রক্ষা করে। মুহুর্তেই আগুন পাশবর্তী জাকের হোসেনের ওয়ার্কশপ, আবদুল হক টেইলার্স ও একটি কবুতর দোকানে ছড়িয়ে পড়ে।অগ্নিকান্ডে গ্যাস সিলিন্ডার ভাস্ট হয়ে অন্তত পক্ষে ১৫ জন গুরুত্বর আহত হবার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুত্বর সবুজ( ৪০) এয়াকুব (২৯) শাহাদাত (২৫) মেহেদি (১৮) কে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মিরাজ (১৭) জাবেদ(৩২) কাউসার (৩৫) হাসান (২২) স্বপ্না (১৬) সুমন(৩০) জীবন (১৫) কে সেনবাগ স্বাস্হ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।বাকী আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সেনবাগ সরকারী হাসপাতালের সেকমো আজহারুল হক আরজু বিষয়টি নিশ্চিত করেছেন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চৌমুহনীর দমকলবাহিনী এসে সোয়া ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খবর পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্হানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি জানান,৪ টি প্রতিষ্ঠানের নগদ টাকা সহ কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। হতাহতের সংখ্যা বাড়ছে। অগ্নিকান্ডে অনেকের শরীর ঝলসে গেছে।