এফ.আই.নয়ন(স্টাফ রিপোর্টার) নারায়ণগঞ্জ শহরে সরকারি নির্দেশনা অমান্য করায় একটি কমিউনিটি সেন্টার সিলগালা করা হয়েছে। একই সাথে উক্ত সেন্টারের মালিক ও ম্যানেজারকে এক মাসের জেল দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত৷
১১ই জুন(শুক্রবার) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিকটে অবস্থিত হিমালয় কমিউনিটি সেন্টারে অভিযান চালানো হয়৷
অভিযানে নেতৃত্বদেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নূর নবী৷
তিনি জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কমিউনিটি সেন্টার ভাড়া দেয়ায় হিমালয় কমিউনিটি সেন্টারের মালিক মোশারফ হোসেন ও ম্যানেজার সুজাউল করিমকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে৷ একই সাথে কমিউনিটি সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে৷
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কথা বিবেচনা করে কমিউনিটি সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা রয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাৎক্ষনিক খবর পেয়ে অভিযান চালানো হয়।
হিমালয় কমিউনিটি সেন্টার ছাড়াও শহরের লা-ভিস্তা ও গ্রান্ড হল রেস্তোরাঁয় অভিযান চালানো হয়৷ তবে তাদের স্বাস্থ্যবিধি মেনে সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়ে সতর্ক করা হয়েছে।