বীর মুক্তিযোদ্ধা, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব প্রবীণ সাংবাদিক এম শাহজাহান মিয়া চলে গেলেন না ফেরার দেশে।
বুধবার দিবাগত রাত ১০টার দিকে তিনি রামপুরার নিজ বাসায় ইন্তেকাল করেছেন।
প্রবীণ সাংবাদিক শাহজাহান মিয়া অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুইবার সাধারণ সম্পাদক, পাঁচবার সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক মহাসচিব ছিলেন।
কাজ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থায়। অবসরে যান প্রধান বার্তা সম্পাদক হিসেবে। মাঝে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার ( প্রেস) এর দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর সহ বিএমএসএফ’র সকল ইউনিটের নেতৃবৃন্দরা।
News Editor
Leave a Reply