খান মেহেদী :- রাজধানীর ধোলাইখাল মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৪২৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সূত্রাপুর থানার এসআই নাসির উদ্দিন হাওলাদার এ মামলা করেছেন। আসামিদের মধ্যে পাঁচজন গ্রেফতার ও ১৯ জন পলাতক।
মামলা সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তার পুত্রবধূ বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরী ও আরেক বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে ধোলাইখাল গোয়ালঘাট মোড়ের নাসির উদ্দিন সর্দার লেনের মনসুর মার্কেটের সামনে বিনা অনুমতিতে অবস্থান কর্মসূচি পালন করে দলটি। এ সময় পুলিশ তাদের বারবার সরে যেতে অনুরোধ করে। এক পর্যায়ে নিপুণ রায় চৌধুরীর নির্দেশে বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। কিন্তু অবস্থান কর্মসূচিতে থাকা বিশৃঙ্খলাকারীরা পুলিশের উপর ইট-পাটকেলসহ সঙ্গে নিয়ে আসা প্লাস্টিকের শক্ত পাইপ, লাঠি ও বাঁশ দিয়ে আক্রমণ করে। এতে সূত্রাপুর থানার এসআই মো. নাহিদুল ইসলাম মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।
আরো জানা গেছে, সরকারি সম্পত্তি ও জানমাল রক্ষার্থে অতিরিক্ত পুলিশ সদস্যরা এপিসিসহ ঘটনাস্থলে থাকা আসামিদের ছত্রভঙ্গ করার জন্য লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। কিন্তু উশৃঙ্খল আসামিরা বিভিন্ন দিক থেকে পুলিশের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আশপাশের দোকান ও বাড়িঘর ভাঙচুর করে। এক পর্যায়ে সরকারি সম্পত্তি, জানমাল রক্ষার্থে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে টিয়ার শেল নিক্ষেপ করে।
রোববার সূত্রাপুর থানার ওসি মঈনুল ইসলাম জানান, ঐ ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীসহ ২৪ জনের নাম উল্লেখসহ ৪২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এর মধ্যে আব্দুস সালাম আজাদসহ পাঁচজন গ্রেফতার হয়েছেন। এছাড়া নিপুণ রায়সহ ১৯ জন পলাতক।
News Editor
Leave a Reply