1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১২:১৪ পূর্বাহ্ন

আর্তমানবতার সেবায় রিজিক ফাউন্ডেশন

  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :- রিজিক ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় অনেক বছর ধরেই কাজ করে আসছে।

রিজিক ফাউন্ডেশন শীতের সময়ে অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ,রমজানে সেহেরি ও ইফতার বিতরন করে আসছে বেশকিছু বছর ধরে।প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরন,পাশাপাশি পথশিশুদের খাবার বিতরনসহ নানা প্রজেক্ট নিয়ে কাজ করে আসছে রিজিক ফাউন্ডেশনের ফাউন্ডার সিনথিয়া বারি এর একান্ত প্রচেষ্টার কারনেই ইতিবাচক কাজে সারা দিচ্ছে সকলে।তিনি জানান মানুষ মানুষের জন্য আমরা সকলে অসহায় মানুষদের পাশে দাড়ালে এই দেশ আরও এগিয়ে যাবে।সিনথিয়া বারি এর রিজিক ফাউন্ডেশনে তার ইতিবাচক কাজে সহায়তা করছে তার মেয়ে জারা ও জাভিয়ার আলম। গুলশান বানানীরমতো ব্যাস্ত শহরে যখন সবাই নিজেকে নিয়ে ব্যাস্ত তখন স্কুল পড়ুয়া ছেলে জাভিয়ার পথিক ও রিকশাওয়ালাদের তৃষ্ণা মেটাতে ব্যাস্ত।

সিনথিয়া বারির সাথে আলাপ করলে তিন সাংবাদিকদের জানান তার এই ইতিবাচক কাজগুলো সারা বাংলাদশে ছড়িয়ে দিদে তিনি কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews