1. [email protected] : admins :
  2. [email protected] : Kanon Badsha : Kanon Badsha
  3. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  4. [email protected] : News Editir : News Editir
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সেনবাগের সেবারহাটে চিহ্নিত কিশোরগ্যাং সদস্যরা কলেজ ছাত্রকে হত্যা করেছে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য একমাত্র দায়ী নেতানিয়াহু: এরদোগান ইসরায়েল ফের হামলা চালালে তাৎক্ষণিক কঠোর জবাব ‘হাসিনার সরকার পরিচালনার জাহাজ মসৃণ সমুদ্রে ভেসে চলছে’ সেনবাগে ৩ দিন ব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন কিশোরী গণধর্ষণের চাঞ্চল্যকর মামলার পলাতক আসামী সিফাত উল্লাহ’কে গ্রেফতার করেছে র‍্যাব-১ ঈদ ঘিরে জঙ্গি তৎপরতার আগাম খবর নেই: ডিএমপি কমিশনার নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ, ভোগান্তিও কম নয় সৌদি আরবে সুমাইয়া রেস্টুরেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

মুশতাক-তিশা শোনালেন তাদের প্রেম কাহিনি

  • আপডেট সময় রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির সিনথিয়া ইসলাম তিশা আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়ে বলেছিলেন, আমি একজন প্রাপ্তবয়স্ক ও সাবালিকা। নিজের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমার আছে।

আমি মুশতাককে নিজ ইচ্ছায় বিয়ে করেছি। তিনি কোনো জোরজবরদস্তি করেননি। আমার বাবা যে মামলা করেছেন, তা আমার স্বামীকে হয়রানি করার জন্যই করেছেন।

তিনি আরও বলেন, আমি ভিকটিম, একজন পূর্ণবয়স্ক সাবালিকা। এ অবস্থায় নিজ জিম্মায় যেতে আমার আইনগত কোনো বাধা নাই। আমি নিজ জিম্মায় যেতে আদালতে আবেদন করছি।

আদালত তাকে নিজ জিম্মায় যেতে  আদেশ প্রদান করেন। আদালতের আদেশ অনুযায়ী তিনি নিজ জিম্মায় গিয়ে আদালত কিংবা মামলার তদন্তকারী কর্মকর্তার তলবে নির্দেশিত স্থানে হাজির/উপস্থিত হতে বাধ্য থাকবেন।

এটা গত বছরের জুলাই মাসের ঘটনা। সম্প্রতি খন্দকার  মুশতাক ও তিশা সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন। গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে তাদের নিয়ে কথা হচ্ছে। বিভিন্ন টেলিভিশন সাক্ষাৎকারেও দেখা যাচ্ছে তাদের। এসময় তাদের করা মন্তব্যও আলোচনায় আসছে।

মুশতাককে বিয়ে করতে বাসা থেকে পালিয়তে আসেন তিশা। সেই গল্প তিনি টেলিভিশনে বলতে গিয়ে বলেন, ঠাকুরগাঁওয়ে আমাকে বাসাতে তালাববদ্ধ কজরে রাখা হয়েছিল। সব গেট বন্ধ করে রাখা হয়েছিল। তালা দেওয়া হয়েছিল। সেখান থেকে আমি দ্বোতলার ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়েছি।

ওই সাক্ষাৎকারে মুশতাক বলেন, তিশা আমাকে ফোন করে জানায় যে তালা বন্ধ করে রাখা হয়েছে। তাকে যেন নিয়ে আসি। সে লাফ দিয়ে আসার সময় আমাকে জানায়, আমি তাকে বলি লাফ যেন বালিতে দেয়, যেন ব্যাথা না পায়। সেভাবেই সে লাফ দিয়েছিল।

আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সদস্য খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ২২ জুন ঠাকুরগাঁও আদালতে মামলা করেন ওই ছাত্রীর বাবা সাইফুল ইসলাম। মামলার পরিপ্রেক্ষিতে ওই ছাত্রী ঠাকুরগাঁও আদালতে যান এবং তার স্বামী মুশতাক তাকে অপহরণ বা ধর্ষণ করেনি বলে জবানবন্দি দেন।   জবানবন্দি শেষে ওই ছাত্রী আদালতের মাধ্যমে নিজ জিম্মায় স্বামী মুশতাক আহমেদের সঙ্গে ঢাকায় চলে আসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews