এম এ আউয়াল : সেনবাগ উপজেলা সমিতি, চট্টগ্রামের সুধী সমাবেশ ২০২১ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের আগ্রাবাদ এক্সেস রোডের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবু তাহের মীর্জা, আবু আমান উল্লাহ, মো. আবদুল আউয়াল ভূঁইয়া ও মো. আবদুল রবকে সম্মাননা দেয়া হয়।
এছাড়াও সম্মাননা দেয়া হয় সংগঠনের সাবেক সভাপতি আব্দুর রশিদ ও আবদুল ওদুদ মজুমদারকে। চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন সংবর্ধিত ব্যক্তিদের হাতে ক্রেস্ট তুলে দেন। যুগ্মসম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় সমিতির সভাপতি একেএম শামসুজ্জামান রাসেল, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল লিটন, প্রধান উপদেষ্টা এম এ মালেক এবং সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন ও মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।