1. [email protected] : admins :
  2. [email protected] : Kanon Badsha : Kanon Badsha
  3. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  4. [email protected] : News Editir : News Editir
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৪১ পূর্বাহ্ন

সেনবাগে ৩ দিন ব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

নাঈম সজল: নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী বৈশাখী উৎসব উদ্বোধন করা হয়েছে। পহেলা বৈশাখ সকালে সেনবাগ অফিসার্স ক্লাবে পান্তা ইলিশের আয়োজন ইউএনও জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে ও এম এ আউয়ালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।সকালে অফিসার্স ক্লাবে পান্তা ইলিশের আয়োজন করা হয়। সকাল পৌনে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ ও সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সেনবাগ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে (মেলা প্রাঙ্গনে) শেষ হয়। শোভা যাত্রায় প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি,
সাংবাদিক,শিক্ষক শিক্ষিকা,শিক্ষার্থী, বিভিন্নস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শিল্পকলা একাডেমির শিল্পীরা বৈশাখী সাজে অংশ নেয়। বর কনে পালকিতে ছড়ে যন্ত্র শিল্পীদের বাঙ্গালীআনা বাঁশির সুর অনুষ্ঠান কে সমৃদ্ধ করে।

বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর সভাপতিত্বে ও শিল্পকলা একাডেমির সমন্বয়ক সাংবাদিক এম এ আউয়াল এর পরিচালনায় শিল্পকলা একাডেমির শিল্পীদের শতকন্ঠে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশন পুরো মেলা কে জাগরিত করে তোলে।এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোরশেদ আলম এমপি ও উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বক্তব্য রাখেন।শেষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে তিনদিন ব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।

এ সময়,সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম, এমপি পুত্র সাইফুল আলম দিপু, ভাইস চেয়ারম্যান গোলাম কবির, পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া আল মামুন,ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, দলীয় ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দিন ব্যাপী মেলায় উপজেলা শিল্পকলা একাডেমি,সেনবাগ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়,এমএম চৌধুরী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়,সেনবাগ সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, প্রগতি সহ কেয়কটি প্রতিষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিকেল সাড়ে চারটা থেকে রাত ৮ টা পর্যন্ত শিল্পকলা একাডেমির সমন্বয়ক সাংবাদিক এম এ আউয়াল এর পরিচালনায় কনসার্টে শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্য বিভাগের শিল্পীদের পরিবেশনা গুলো মেলায় আগত হাজার হাজার নারী পুরুষ উপভোগ করে।এ ছাড়া শিল্পকলা একাডেমির ১৮ শিল্পী ফ্যাশনশো প্রদর্শন করে।

পুরো মেলা প্রাঙ্গন ছিলো সিসিক্যামেরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেষ্টনীতে।দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষনিক মেলা প্রাঙ্গনে দায়িত্বশীল ভূমিকায় অপরাধীরা ছিলেন আতংকে। গ্রামীন এ মেলায় নাগরদৌলা,কাবাডি, ঘুড়ি উড়ানো, মোরগ লড়াই বর্ষবরণকে প্রাণবন্ত করে তোলে।
বৈশাখী উৎসব কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ সময় এক্সপ্রেস নিউজ কে বলেন, বৃহত্তর নোয়াখালীর মেলা গুলোর মধ্যে সেনবাগ উপজেলায় অনুষ্ঠিত মেলাটি শীর্ষ অবস্হানে রয়েছে। মেলায় এ পর্যন্ত প্রায় ৬০ হাজার দর্শকের সমাগম হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী মেলায় নারী শিশুদের অবাধ বিচরণের জন্য সর্বোচ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews