1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:১৮ অপরাহ্ন

কেন আমাকে বারবার টার্গেট করা হয়!

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০ বার পড়া হয়েছে

খান ফেরদৌস:- কোন মেজাজ দিয়ে আমি ক্ষুদ্র অদমকে আল্লাহ তৈরী করছেন তিনিই ভালো জানেন। সমাজের অন্যায় অনিয়ম দুর্নীতি মিথ্যা অশ্লীলতা কোনোটাই সহ্য করতে পারি না।চোখের সামনে হতে দেখলে মূহুর্তের মধ্যে যেভাবে হোক প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করি কেন যেন’ চুপ থাকতে পারি না।

বারংবার বিভিন্ন হুমকি ধামকির শিকার হই,এর আগেও বহুবার শিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সড়ক সংস্কার এর দুর্নীতির বিরুদ্ধে মাদক জুয়ারির বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপকর্মের বিরুদ্ধে বলতে গিয়ে হুমকির শিকার হয়েছি

সাধ্য অনুযায়ী প্রতিরোধ করার চেষ্টা করেছি যার ফল হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান টাইম টু টাইম মেইনটেইন করা শিখে গেছে লেখা পড়ার মানোন্নয়ন হওয়া শুরু করছে যদিও তাদের আমার প্রতি চরম খোব সুযোগ পেলে আমাকেও বাশ দেয়ার চেষ্টা করে।কারণ শিক্ষকগুলো তো এলাকার।

তবে যা কিছুই করছি না কেন নিজের ব্যক্তিগত বিন্দু মাত্র স্বার্থের জন্যও করিনি।সড়কের কাজ ভেজাল মুক্ত করতে বাধ্য হয়েছে,মাদক জুয়ারি দের আনাগোনা এলাকা থেকে হ্রাস পেয়েছে

এলাকার উন্নয়নের পক্ষে অসংখ্য প্রতিবেদন করেছি,সর্ব শেষ একটি ১৫শত ফুট মাটি ভরাটের কাজ আমার পছন্দের প্রিয় চেয়ারম্যান বশির উদ্দিন শিকদার এর মাধ্যমে আমি করাতে বাধ্য করেছি, প্রতি বছর বন্যার পানিতে কোমর সমান পানি দিয়ে যাতায়াত করতে হতো।এখন দুর্ভোগ নেই এগুলো করার কারণেই বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি।

লেখাগুলো লেখার একমাত্র কারন হচ্ছে অনেকেই মনে করেন বারবার আমাকে কেন তার্গেট তার্গেট করা হয়।আমি খারাপ।নাকি আমার কোন কু’কর্মের কারণে।মূলত উপরের লেখাগুলোই হচ্ছে এর মূল কারণ।

সবাই আমার জন্য দো’আ করবেন বুকে হাত রেখে বলতে পারি এখন পর্যন্ত কোন আকাম কু’কাম অন্যায় অনিয়ম।মাদকদ্রব্য এ-জাতীয় নেশা দ্রব্যের সাথে একেবারেই অপরিচিত।শতভাগ পিওর এবং সৎ পথে আছি কারো সাথে নয় ছয় করার নজির নাই বললেই চলে।

লেখাগুলো ওপেনে ছেড়ে দিলাম।এগুলো আমার বাবার শিক্ষা।আমার বাবা জীবিত আছে এলাকা ও এলাকার আশপাশের একটা ব্যক্তি আমার বাবার বিরুদ্ধে কোন বিন্দু পরিমাণ খারাপ অভিযোগ আমি শুনিনি আসা করি কেহ বলতে পারবে না।বাবার আদর্শ ভুকে ধরণ করেই আমৃত্যু কালীন চলতে চাই।খোদা হাফেজ,মা’ আস’সালাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews