মহান বিজয় দিবস উপলক্ষে ভিপি নুরুলহক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ, সেনবাগ উপজেলা শাখার পক্ষ থেকে সেনবাগ বাজারে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও নবগঠিত যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ (রনি), সেনবাগ উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক নেছার উদ্দিন, নোয়াখালী জেলা শাখা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি জুয়েল, জেলা শাখার সহপ্রচার সম্পাদক ইমরান হোসাইন, ১নং ছাতারপাইয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব হোসেইন আহমেদ এবং সেনবাগ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
র্যালিটি সেনবাগ বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। শ্রদ্ধাঞ্জলি শেষে তারেক আজিজ রনি বলেন, “বিজয়ের আজকের এই দিন আমাদের জন্য গৌরবের। তবে যে স্বপ্ন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, ত্রিশ লক্ষ শহীদ তাদের জীবন দিয়েছে, সে স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। এখনো রাষ্ট্র হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি। দেশের নাগরিকদের ভোটাধিকার নেই। গণতান্ত্রিক অধিকার আজ বিলুপ্ত। রাষ্ট্রের সমস্ত খাত আজ দুর্নীতিগ্রস্থ। এ অবস্থা থেকে উত্তরণ জরুরি।