1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৪৫ অপরাহ্ন

পাবনায় ব্যারিস্টার সুমনের খেলা দেখতে উপচেপড়া ভিড়

  • আপডেট সময় শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৫৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ফুটবল খেলা দেখতে পাবনার চাটমোহরে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

দেশের বিভিন্ন জেলায় নিজের দল নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করছেন সুপ্রিম কোর্টের এ আইনজীবী। এরই ধারাবাহিকতায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মূলগ্রাম ফুটবল একাদশ চাটমোহর পাবনা একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ফুটবল ম্যাচ।

শুক্রবার (৭ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর উপজেলার ঐতিহাসিক  রেলওয়ে খেলার মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলা দেখতে আসা দর্শকরা জানান, এখন তো আগের মতো আর খেলা হয় না। ব্যারিস্টার সুমনসহ তার দল খেলতে এসেছে জেনেই তারা খেলা দেখতে এসেছেন। দুই দলের খেলাই তাদের ভালো লেগেছে।

খেলা শুরুর আগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সকলের উদ্দেশ্যে বলেন, ‘ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আছে। হয়তো ভালো খেলা আমরা দিতে পারি না, সে জন্য মানুষ মাঠে আসে না। পাবনাবাসীর আতিথিয়েতা দেখে আমি অভিভূত এবং মাঠে ফুটবলপ্রেমীদের ঢল দেখে অবাক। মানুষ তার দেশপ্রেম নিয়ে খেলা দেখতে আসে। ফলে মাদক থে‌কে সবাইকে দূরে রাখার এর‌ চেয়ে ভালো উপায় নেই।

পাবনার ভাঙ্গুড়া উপজেলা থেকে খেলা দেখতে এসেছিলেন আনসার আলী, সেলিম রেজা, আমিনুল ইসলাম রাসেল, ওয়ালিদ বিন ইসলাম, হযরত আলী, তৌহিদ শুভসহ অন্তত ৩০ জন। তারা সবাই সোনালী নিউজ কে বলেন, টিভির পর্দায় এবং ফেসবুকে ব্যারিস্টার সুমন ভাইকে দেখেছি। এখন সামনা সামনি দেখতে পেরে অন্য রকম ভালো লাগা কাজ করছে। যাদের ফুটবল সম্পর্কে ধারণা নেই তারাও ছুটে এসেছেন। আজকে মাঠে উপস্থিত দর্শকদের কাছে মূল আকর্ষণ ফুটবল নয়, প্রত্যেকের আকর্ষণ ব্যারিস্টার সুমন। খেলায় ২-০ গোলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বিজয় অর্জন করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews