1. [email protected] : admins :
  2. [email protected] : Nayeem Sajal : Nayeem Sajal
  3. [email protected] : News Editir : News Editir
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৩৯ অপরাহ্ন

কনওয়ে-রবীন্দ্রের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

কনওয়ে-রবীন্দ্রের সেঞ্চুরিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড। গতবার এই ইংল্যান্ডের কাছে হেরেই শিরোপাস্বপ্ন বিসর্জন দিতে হয়েছিল নিউজিল্যান্ডকে। এবার চ্যাম্পিয়নদের তারা পেয়ে গেলো প্রথম ম্যাচেই, নিয়ে নিলো মধুর প্রতিশোধ।

হায়দরাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের রীতিমত গুঁড়িয়ে দিয়েছে কিউইরা। ২৮৩ রানের লক্ষ্য তারা পাড়ি দিয়েছে ৩৬.২ ওভারেই। হাতে ছিল ৯ উইকেট।

অথচ রান তাড়ায় শুরুতেই ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। স্যাম কারানের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের ক্যাচ হয়ে গোল্ডেন ডাকে ফেরেন উইল ইয়ং (১ বলে ০)। দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় কিউইরা।

কিন্তু এরপর ডেভন কনওয়ে আর প্রমোশন পেয়ে ওপরে আসা রাচিন রবীন্দ্র রীতিমত রুদ্রমূর্তিতে আবির্ভূত হন। দুর্দান্ত সব শট খেলে ইংলিশ বোলারদের দিশেহারা করে ফেলেন তারা।

৮৩ বলে সেঞ্চুরি করেন কনওয়ে। তিন অংক ছুঁতে এক বল কম লাগে রাচিন রাবিন্দ্রর, যা কিনা আবার বিশ্বকাপে কিউই কোনো ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

দ্বিতীয় উইকেটে কনওয়ে আর রাবিন্দ্র ২১১ বলে ২৭৪ রানের বিধ্বংসী জুটিতে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন। ৯৬ বলে ১১ চার আর ৫ ছক্কায় ১২৩ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র। অন্যদিকে কনওয়ে ১২১ বলে ১৫২ রানের চোখ ধাঁধানো ইনিংসে ১৯টি চার আর ৩টি ছক্কা হাঁকান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 Somoyexpress.News
Theme Customized By BreakingNews