নোয়াখালী বাসীর একমাত্র পূর্নাঙ্গ দৈনিক নোয়াখালী প্রতিদিন এর ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ এক মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ সকাল ১১ টায় রাজধানীর পল্টনের রূপায়ন তাজে উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় মৎস ও প্রানিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি আতাউর রহমান ভূইয়া মানিক সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের সভাপতি নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ার প্রধান অতিথি সহ বিশেষ অতিথিদের উত্তরনী ও ফুল দিয়ে বরন করে নেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি লায়ন সৈয়দ হারুন বলেন, ‘নোয়াখালী প্রতিদিন নোয়াখালী বাসির একটি পূর্নাঙ্গ দৈনিক। স্বাধীন মতপ্রকাশ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতিমধ্যে পত্রিকাটি নোয়াখালী বাসির মনে যায়গা করে নিয়েছেন আশাকরি তাদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে’।